নিজস্ব প্রতিবেদক
নানা অব্যবস্থাপনার কারণে রেলওয়েতে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদসহ রেলওয়ে মন্ত্রণালয় ও লোকোমোটিভ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী বলেন, ইতিমধ্যেই এ ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। লাভজনক করতে হলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেব।
তিনি আরও বলেন, টিকিট কালোবাজারির ব্যাপারে ইতিমধ্যে দুটি চক্রকে ধরা হয়েছে। ঈদের আগে টিকিট কালোবাজারী যেন না হয় এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



































































