নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট শাখার আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে গত সোমবার বিকালে নাঙ্গলকোট উপজেলা সদরে শুকরিয়া র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স থেকে র্যালীটি বের করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ছারছিনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা বোরহান উদ্দিন সালেহী। জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢালুয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের, জমইয়াতে হিযবুল্লাহ মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা নেয়ামত উল্লাহ, নাঙ্গলকোট পৌর কাউন্সিলর সাদেক হোসেন খোকা, ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি ওবায়েদ উল্লাহ সালেহী, মাওলানা ইউসুফ প্রমুখ।



































































