আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, তেল বহনকারী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া লানি সংগ্রহ করতে ছুটে এসেছিলেন স্থানীয়রা, আর তখনই ঘটে মর্মান্তিক বিস্ফোরণ।
সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি, ফলে তেল রাস্তায় গড়িয়ে পড়ে। আর সেই ছড়িয়ে পড়া জ্বালানি কুড়াতে আশপাশের মানুষজন ছুটে আসে। এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটলে এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের জানান, ‘বেশিরভাগ নিহত ব্যক্তিই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।’