নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে গত মঙ্গলবার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। শুরুতেই প্রেসক্লাব চত্বর থেকে গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন, নবীগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি মো. ফারুক আহমেদ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।



































































