নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রছুল্লাবাদ গ্রামের ছাদ বাগানে করমচা ফল চাষ করে সফল হয়েছেন নাছরিন আক্তার বেবী (৪৫)। তিনি অন্যকেও উৎসাহিত করছেন ছাদে করমচা চাষ করার জন্য। করমচা টক জাতীয় জনপ্রিয় একটি ফল। গুল্ম জাতীয় এই উদ্ভিদ খরা সহনশীল ও কষ্টসহিষ্ণু। মে-জুন কাঁচা ফল উত্তোলনের সময়। উষ্ণ তাপমাত্রার অঞ্চলে এর ফলন ভাল হয়। এই ফল ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি দাঁত, দাঁতের মাড়ি, অকাল বার্ধক্য রোধ ও ফুসফুস ভাল রাখতে সহায়তা করে থাকে। করমচায় আরো রয়েছে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ফাইবার, মিনারেল, ফসফরাস, আয়রণ এবং ভিটামিন-এ, যা শরীরের জন্য জরুরী। করমচা হার্ট সুস্থ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও রক্তস্বল্পতা নিরাময়, স্কার্ভি রোগ প্রতিরোধী, বদহজম, পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের প্রতিকার করে। এর পাতার রস জ্বর, ডায়রিয়া এবং কানের ব্যথায় ব্যবহৃত হয়ে থাকে। কাঁচা করমচা খাওয়ার পাশাপাশি আচার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন জানান, এর বৈজ্ঞানিক নাম ক্যারিস ক্যারোন্ডাম। কনটোরটি বিভাগের অ্যাপোসাইনেসি শ্রেণির অন্তর্ভুক্ত করমচা ফলের আদি নিবাস ক্যারোনডাস প্রজাতির ভারতবর্ষ, গ্রান্ডিফ্লোরা প্রজাতির দক্ষিণ আফ্রিকা এবং এডুইলিস প্রজাতির মিসরে। করমচা গাছ বেশ ঝোপতলা ধরনের শক্ত জাতের কাঁটাওয়ালা গুল্ম। ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং ফল ধরে এপ্রিল-মে মাসে। বর্ষায় ফল পাকে। করমচা চাষে জমি উঁচু হলেই ভালো, তবে নিচু জমিতেও চাষ করা চলে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। করমচা খুব শক্ত ধরনের গাছ এবং দেহে আঠালো রস থাকায় রোগ ও পোকায় সহজে আক্রমণ করতে পারে না। করমচা উদ্ভিদটি এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। কাঁচা ফল সবুজ, পরিণত অবস্থায় যা ম্যাজেন্টা লাল রং ধারন করে। টক স্বাদের ফল করমচাকে স্মৃতি আক্তার বাণিজ্যিকভাবে বিক্রির স্বপ্ন দেখছেন।