নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ সাবেক নেতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আরও জোরদার হয়েছে। বিনিয়োগ উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদে থাকা তিনজন শীর্ষ নেতা- সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলকসহ মোট সাতজনকে নতুন একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত সোমবার ২৬ মে এ আদেশ দেন। আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর মাধ্যমে চলমান মামলাগুলোতে গ্রেপ্তারের আইনি ভিত্তি আরও শক্ত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গুলশান থানার দুটি ও মিরপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একইভাবে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও মিরপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার এবং আসাদুজ্জামান রাজনকে যথাক্রমে কাফরুল ও নিউমার্কেট থানার তিনটি ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নিউমার্কেট থানায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ দশ দিনের আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক প্রথম গ্রেপ্তার হন। এরপর পর্যায়ক্রমে পলকসহ আরও কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাগুলো দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।