বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ একটি সংগীত অ্যালবাম ‘দ্য নজরুল টেপস- রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তার সঙ্গে আরও গাইবেন মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব। কবির চারটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এই অ্যালবামে।
ইলেকট্রনিক সাউন্ডের ব্যবহার আর আধুনিক সুরের মিশেলে নজরুল সংগীতকে ভিন্ন এক আবহে উপস্থাপন করা হয়েছে। অ্যালবামটিতে কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’ শিরোনামের গান। মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান কণ্ঠ দিয়েছেন ‘উচাটন মন’ গানে এবং জাহিদ নিরব গেয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’।
আগামী ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। সেখানে সরাসরি পারফর্ম করবেন শিল্পীরা। নজরুল সংগীতের পাশাপাশি পরিবেশিত হবে তাদের পছন্দের কিছু গানও। টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
অ্যালবামটির সংগীত পরিচালক জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। তার গান নিয়ে কাজ করাটা এক বিশাল দায়িত্ব এবং আনন্দের বিষয়। আমরা চেষ্টা করেছি গানের মূল সুর ঠিক রেখে আধুনিক সংগীতায়োজনে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দিতে। গায়কি, সুর ও কথা- এই তিনটি দিকেই আমরা সতর্ক থেকেছি যেন ফিউশনের নামে কোনো কনফিউশন না হয়।’
তিনি আরও জানান, শিগগিরই অ্যালবামের গানগুলো বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ হবে। নজরুল জয়ন্তীতে এমন এক উদ্যোগ সংগীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ উপহার।