আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে কাজ শেষ হতে না হতেই আবারও ফাটল ধরেছে। আত্রাইয়ের শেষ সীমানা ও নাটোরের শুরু বীরকুটশা নামক স্থানের দুই জায়গায় এ ফাটল ধরেছে। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা যায়, নওগাঁর নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা ও নাটোরের নলডাঙ্গা এবং নাটোর সদর উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা এ আঞ্চলিক মহাসড়ক। এ মহাসড়কের কারণে নাটোর ও নওগাঁর মাঝে সৃষ্টি হয়েছে যোগাযোগের এক সেতুবন্ধন। বেশ কিছুদিন আগে নওগাঁ অংশের কাজ শেষ হলেও নাটোর অংশের কাজ এখনও চলমান। এদিকে নাটোর অংশের কাজ শেষ না হলেও সড়কটি উন্মুক্ত রয়েছে যানবাহন চলাচলের জন্য। ফলে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সাসহ শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। এমনকি আত্রাই থেকে ঢাকাগামী কোঁচও এ সড়ক দিয়ে নাটোর হয়ে ঢাকা অভিমুখে চলাচল করে। তাই এলাকাবাসীর জন্য এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। সম্প্রতি এ মহাসড়কের বীরকুটশা নামক স্থানের দুই জায়গায় ফাটল ধরেছে। যেকোন সময় এ ফাটল আরও বৃহৎ আকার ধারণ করে সড়ক ধসে যাবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালক জাকির হোসেন বলেন, মহাসড়কের ফাটলের স্থানে কোন সাংকেতিক চিহ্ন না থাকায় আমরা জীবনর ঝুঁকি নিয়ে যানবাহন চালাই। বিশেষ করে রাতে যানবাহন চালাতে গিয়ে এখানে যেকোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাটোর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, এ মহাসড়কের দুইটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আমরা ঠিকাদারকে বলে দিয়েছি এটি সংস্কারের জন্য। যেহেতু মহাসড়কের পাশে অনেক গভীর খাদ তাই এ জাতীয় সমস্যা হতেই পারে। তবে তিন বছরের মধ্যে সড়কের যেকোন ধরনের ত্রুটি দেখা দিলে ঠিকাদার তা সংস্কার করে দিতে বাধ্য।



































































