ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঙ্গিয়াজুরি গ্রামের মৃত সিদ্দিকের ছেলে সোহান পরিবার এবং তারি চাচা মিরাজ আলীর পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারি জের ধওে গত সোমবার বিকেলে মৃত সিদ্দিকের ছেলে সোহান তার চাচা মিরাজ আলীর ২য় ছেলে মাসুমকে বাড়ির পাশে রাস্তায় আটকে কিরিচ দিয়ে আঘাত করে, পরে এলাকাবাসী আঘাতপ্রাপ্ত অবস্থায় পুর্বধলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন এবং যতদ্রুত সম্ভব হত্যাকারীকে আমরা গ্রেফতার করবো।



































































