নিজস্ব প্রতিবেদক : সরকার অনুমোদিত দৈনিক প্রিয় সময় পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার চট্টগ্রামের আন্দরকিল্লায় পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রিয় সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক, এসএনএন টিভির ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয়-এর বিভাগীয় প্রধান আকতার উদ্দিন রানা। সভায় সভাপতিত্ব করেন চাটগাঁ টিভির ভাইস চেয়ারম্যান জিএম মাহবুব হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক রতন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় সময়ের বার্তা সম্পাদক ও চাটগাঁ টিভির সিইও সাহেদুর রহমান মোরশেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ ও স্টাফ রিপোর্টার আব্দুস সালাম কাকলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক স ম জিয়াউর রহমান।
এসময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই, উভয়পক্ষের বক্তব্য গ্রহণ এবং পেশাগত নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, বর্তমানে পাঠকের পাশাপাশি দর্শকের সংখ্যাও বাড়ছে। তাই ভিডিও কনটেন্টে পেশাদারিত্ব বজায় রাখা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা সময়ের দাবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মিলন বৈদ্য শুভ, সঞ্জয় বড়ুয়া, সাতকানিয়া প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল, সীতাকুন্ড প্রতিনিধি আতিকুর রহমান রিয়াজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাসেম, হাটহাজারী প্রতিনিধি অঞ্জন লাল মহাজনসহ বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিবৃন্দ।