নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন বাংলাদেশি হাজি। বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস -তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন।
বৃহস্পতিবার হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ফিরতি যাত্রীদের মধ্যে ২২ হাজার ১৪৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ২১ হাজার ২৫ জন সাউদিয়া এয়ারলাইন্স এবং ৮ হাজার ৪৪১ জন ফ্লাইনাস এয়ারলাইন্সে দেশে ফেরেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নেন। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশ্যে রওনা দেয় ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইটটি যায় ১ জুন। হজ শেষে দেশে ফেরা শুরু হয় ১০ জুন থেকে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ১০ জুলাই।
এদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে প্রাণ হারিয়েছেন ৩৮ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর স্থানভেদ অনুযায়ী ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন করে জেদ্দা ও আরাফায় মারা যান।
সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীদের জন্য বেশ কিছু সেবামূলক ব্যবস্থা নেওয়া হয়। দেশটির মেডিকেল সেন্টারগুলো মোট ৬৬ হাজার ৩৪৮টি অটোমেটেড প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্প ডেস্কগুলো ২৪ হাজার ৩৯৫টি সেবা প্রদান করেছে। এছাড়া সরকারি হাসপাতালে ৩০৮ জন বাংলাদেশিকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে এখনও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

 
				

































































