নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ৯ হাজার ৬০১টি পোস্টাল ব্যালট।
এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী। বাংলাদেশে এসেছে ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট।
এদিকে, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ২ লাখ ৪৪ হাজার ৬২৫টি ভোট ৫২ জেলায় পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



































































