নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু বিদায়ের পর দেশব্যাপী বৃষ্টি কমে গেছে। অন্যদিকে দিনের তাপমাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, বর্ষা বিদায় আর সাগরে লঘুচাপের প্রভাবে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
গতকাল বুধবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দেশব্যাপী কোথাও বৃষ্টির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে যে লঘুচাপ ছিল সেটি দুর্বল হয়ে গেছে। এটি নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা ছিল। আর এখন যে লঘুচাপ গুলো সৃষ্টি হচ্ছে, সবগুলো অগ্রসর হচ্ছে ভারতের দিকে। ফলে দেশে বৃষ্টি নেই।
চলমান ভ্যাপসা গরম কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াহিদ বলেন, এই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি গিয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তখন গরম কমতে পারে। এর আগ পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। এছাড়া ২৪ ঘণ্টায় সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি স্থলভাগ অতিক্রম করলে উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।



































































