বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিতভাবে অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখাচ্ছেন তিনি।
সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দেনা পাওনা’। ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করবেন প্রভা। তার সহশিল্পী হিসেবে থাকছেন মামনুন হাসান ইমন।
প্রথমে এ চরিত্রে অভিনয়ের কথা ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তবে শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি।
বিষয়টি নিয়ে নির্মাতা সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।”
শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দীঘি নায়িকা হওয়ার পর প্রত্যাশিত সাফল্য পাননি বলে মনে করেন দর্শকেরা। সাম্প্রতিক সময়ে তার অভিনীত কোনো ছবিই তেমন বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারেনি। এর ফলে নির্মাতাদের আস্থাও কিছুটা হারিয়েছেন তিনি।
এমনকি এর আগেও একাধিকবার চলচ্চিত্র থেকে বাদ পড়ার অভিজ্ঞতা রয়েছে দীঘির। বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি নিজেই। সেখানে তার পরিবর্তে অভিনয় করেন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমাতেও দীঘির পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে। সেসময় ছবির পরিচালক তার বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ ও অপেশাদারিত্বের অভিযোগ আনেন।
তবে ‘দেনা পাওনা’ প্রসঙ্গে নির্মাতা সাদেক সিদ্দিকী স্পষ্ট করে বলেন, “দীঘি আমার সঙ্গে কোনো অপেশাদার আচরণ করেননি। তিনি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই।”