মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর সাথে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী হলে আমি যদি এই আসন থেকে এমপি নির্বাচিত হই, তাহলে আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দিনাজপুর সদরের সকল উন্নয়নে কাজ করে যাবো।
তিনি বলেন, দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে। সন্ত্রাসী যেই হোক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। এই বিষয়ে চেম্বারের সহযোগিতা দিয়ে আমাকে এগিয়ে নিবেন। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোঃ জর্জিস আনাম, মোঃ মোর্কারম হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবেল ইসলাম, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মোঃ শামীম কবির অপু, চেম্বারের সদস্য ও ব্যবসায়ী সুবল ঘোষ, রজত বসাক, গণেশ চৌধুরী, মানিক কুমার গুপ্ত প্রমুখ।
এসময় দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, চেম্বারের সদস্যবৃন্দ, এমপি প্রার্থীর সফরসঙ্গীসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।



































































