দিনাজপুর প্রতিনিধি : গতকাল শনিবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের তৃতীয় তলা অডিটোরিয়ামে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের আয়োজনে কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আমেরিকা ইউনিভার্সিটি অফ মিশিগান এর অধ্যক্ষ অধ্যাপক ডঃ আলিমুর রশিদ খান (বর্তমানে বিশেষ দায়িত্ব¡ নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশে অবস্থান করছেন)।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ এ এইচ এম সফিকুর রহমান তরুণ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মা সুলতানা ও নাজনীন বেগম। এছাড়াও সেমিনারে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু ও কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরিনা মমতাজ।