মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নবাগত দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. চপল কুমার রায়। উক্ত সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ শারমিন আক্তার, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়। সেমিনার শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানাসহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রদর্শনীতে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল ও কলেজ), উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিসসহ ১০টি স্টল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।