থানচি বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলা পার্বত্য ঐতিহাসিক শান্তিচুক্তি ২৬ বর্ষপুর্তি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিজিবি ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোন আয়োজনের শনিবার( ২ রা ডিসেম্বর) সকাল ৯ টা আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা ব্যাটালিয়ানের পারিজাত গার্ডেন ক্যাফ চক্তরে বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান জোনের অধিনায়ক লে: কর্নেল তৈমুর হাসান খাঁন পিএসসি সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ মারমা,থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, সেকদু মৌজা হেডম্যান বাথোয়াইচিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় ৫শতাধিক পাহাড়ী বাংঙালি শান্তিকামী নর- নারী স্বতস্ফুর্ত অংশ নেন। সভা শেষে হত দরিদ্র অসহায় ২৫০ জন কে একটি করে শীত বস্ত্র কম্বল, একটি করে মশারী তাদের হাতে তুলে দেয়া হয়। অসহায় জটিল রোগে আক্রান্ত ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের জন্য এই শান্তি চুক্তি ছিল একটি যুগান্তরকারি এবং মহৎ উদ্যোগ। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীরা আজ এর সুফল ভোগ করছে। পাহাড়ে অনেক অনেক উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং চলমান রয়েছে। পাহাড়ে যারা অশান্তি করে, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকলকে শান্তি চুক্তির শুভেচ্ছা জানানো হয়।



































































