ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নের অংশগ্রহণকারী মনোনীত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস মোঃ ওয়াজেদ আলীর নির্দেশে পৃথক তিনটি প্রিজাইটিং অফিসারের হাত থেকে ২৭ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ২১৯ সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন মোট ৩৩৩ জন তাদের প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মনোনীত প্রার্থীরা যাদের যে প্রতীক আছে তা দিয়ে পোস্টার, ব্যানার ও মাইকিং রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়েছে এবং নির্বাচন মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করবে।



































































