বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ঈদুল আজহার সিনেমা ‘তান্ডব’ নিয়ে দর্শকের বেশ আগ্রহ ছিল। তবু আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ঈদুল ফিতরের ‘বরবাদ’কে ছাপিয়ে যেতে পারেনি ছবিটি। জানা গেছে, এরই মধ্যে ‘তান্ডব-২’-এর শুটিংও শেষ করে ফেলেছেন রায়হান রাফী। পরবর্তী সিনেমা নিয়ে এগোচ্ছেন এই নির্মাতা। সেই ছবিতে অবশ্য থাকছেন না শাকিব খান। কবে মুক্তি পেতে পারে ‘তান্ডব-২’?
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শিগগির মুক্তি পাবে না ‘তান্ডব’-এর সিক্যুয়েল। কারণ এর আগে রায়হান রাফির অন্য সিনেমার সিক্যুয়েল মুক্তির কথা রয়েছে। সেগুলোর সিরিয়াল করলে তিন নম্বরে আছে ‘তান্ডব-২’।
সত্যিই কি ছবিটির শুটিং শেষ করে ফেলেছেন রাফি? এ ব্যাপারে নিশ্চিত হতে সাহায্য করেছে শ্রীলঙ্কা ভ্রমণের একটি ছবি। তান্ডব টিমের বেশ কয়েকজন সদস্যকে একত্রে দেখা গেছে শ্রীলঙ্কায়। সেই সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হয়, শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গিয়েছিল তান্ডব টিম।
আলোচনার ছলে দলের এক সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্লেজার ট্রিপও তো হতে পারে।
কিন্তু অন্য আরেক সদস্য নিশ্চিত করেছেন, এত বড় টিম ও শাকিব খানকে নিয়ে প্লেজার ট্রিপ দেওয়ার মতো ব্যয়সাপেক্ষ ঘটনা রাফী ঘটাবেন না।
তাতে ধারণা করা যায়, শ্রীলঙ্কায় ‘তান্ডব-২’র কিছু অংশের শুটিং করে ফিরেছেন রাফী। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘তান্ডব-২’। এরই মধ্যে প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন যে, ঈদুল আজহায় আর ছবি মুক্তি দেবেন না। কারণ কী হতে পারে? গেল ঈদুল আজহার বাস্তবতা বিবেচনায় ধরে নেওয়া যায় যে, এই সময়ে বেশ গরম থাকে। এ অবস্থায় এসি ছাড়া একপর্দার সিনেমা হলে সিনেমা দেখতে যান না অনেক দর্শক। তাছাড়া ঈদুল আজহায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া মানুষেরা প্রেক্ষাগৃহে সিনেমা কম দেখেন। তাই ঈদুল ফিতর ছবি মুক্তির সঠিক সময়। যদিও একই সময়ে শাকিব খানের অন্য আরও ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। সেসব প্রযোজক ও শাকিব খানের নিজের প্রযোজনা সংস্থা থেকেও ওই সময় ছবি মুক্তির কথা রয়েছে। এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন রায়হান রাফী। তার দলের একজন সদস্য জানিয়েছেন, তারা নতুন ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছেন। আগস্টের শেষে ওই সিনেমার শুটিং শুরু হবে। আর এ সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে উৎসবের বাইরে।
‘তান্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিষেক হয়েছে টিভি নাটকের অভিনেত্রী সাবিলা নূরের। প্রথমবার বড়পর্দায় এই জুটিকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শক। অন্যদিকে পরিচালক রায়হান রাফীর নির্মাণশৈলীও প্রশংসা পেয়েছে। গল্পের মোচড় এই ছবিকে দিয়েছে নতুনত্ব। তবু শেষ বিচারে ছবিটি কেন এত কম মানুষ দেখলো তা বুঝতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা।
‘তান্ডব’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ একঝাঁক জনপ্রিয় মুখ। তবে ‘তান্ডব-২’-এ তারা সবাই থাকবেন কি না এ বিষয়ে নিশ্চিত কোনো সূত্র পাওয়া যায়নি।