নিজস্ব প্রতিবেদক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশে ৫ বিভাগে বিস্তার লাভ করেছে। এ অবস্থায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টিপাত কোথাও কম আবার কোথাও বেশি হতে পারে। বুধবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ (৭৬-১০০ শতাংশ) স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু (২৬-৫০ শতাংশ) স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ৩১ মে পর্যন্ত টানা ৩ দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। তিনি জানান, বৃহস্পতিবার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।