নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীতে নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবার মান উন্নয়নে বৃহস্পতিবার থেকে চালু হলো কাউন্টারভিত্তিক বাস চলাচল ব্যবস্থা।
গাজীপুর-ঢাকা রুটের বিভিন্ন সড়কে প্রথম পর্যায়ে ২১টি পরিবহন কোম্পানির ২ হাজার ৬১০টি গোলাপি রঙের বাস যাত্রী পরিবহন করবে। এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আমাদের সড়কে গাড়িগুলো প্রায়শই গরু-মহিষের মতো ধাক্কাধাক্কি করে চলে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে, যাতে সড়কে শৃঙ্খলা ফিরে আসে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার করা, যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীদেরও এই শৃঙ্খলা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে জানান, যাত্রীদের সেবার মান উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরানোই আমাদের লক্ষ্য। এই ব্যবস্থায় ভাড়ায় কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীরাও হাফ ভাড়ায় চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, এখন থেকে কোনো বাস কন্ট্রাক্ট সিস্টেমে চলবে না। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে। বাসগুলো নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও থামবে না এবং যাত্রী ওঠানামাও নির্দিষ্ট স্থানে হবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে অভিযোগ নম্বর থাকবে, যাতে যাত্রীরা তাদের যে কোনো অভিযোগ সহজেই জানাতে পারেন।
পরিবহন মালিক সমিতির সূত্র অনুযায়ী, গাজীপুর-আবদুল্লাহপুর, মানিকগঞ্জ-ধামরাই-সাভার, বসিলা-মোহাম্মদপুর এবং মিরপুর থেকে ছেড়ে আসা বাসগুলো পর্যায়ক্রমে এই কাউন্টারভিত্তিক পদ্ধতিতে চালানো হবে। প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর অংশের ১০০টি গোলাপি রঙের বাস দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
মো. সাইফুল আলম আরও জানান, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী এবং মোহাম্মদপুরে চলাচলকারী বাসগুলোও এই পদ্ধতিতে আনা হবে। টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনের জন্য বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্যও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন এবং দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ। তারা এই নতুন ব্যবস্থার মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। নগরবাসীর জন্য এই নতুন উদ্যোগ কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে। তবে শৃঙ্খলিত পরিবহন ব্যবস্থা এবং যাত্রীসেবার মান উন্নয়নে এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



































































