লাইফস্টাইল ডেস্ক : হাসপাতালগুলোতে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও বাড়ছে। হুটহাট নামা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। বিশেষ করে স্বচ্ছ পানি এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান। আমাদের অসচেতনতার কারণে বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলো জেনে নিন-
১. চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে। ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা যেন জমে না থাকে।
২. পানিতে গাছ লাগান অনেকে। সেক্ষেত্রে দুই থেকে তিনদিন পরপর অবশ্যই পানি বদলে দেবেন।
৩. অ্যাকুয়ারিয়াম বা চৌবাচ্চা থাকলে তিনদিনে একবার পানি বদলে দিতে হবে।
৪. হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে।
৫. অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিনদিন পরপর ফ্ল্যাশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না।
৬. ফ্রিজের পানির ট্রে নিয়মিত পরিষ্কার করুন। এসির পানি যেন জমে না থাকে কোথাও।
৭. মশা বেশি এমন স্থানে ভ্রমণ করবেন না। ভ্রমণে গেলেও সঙ্গে করে অবশ্যই মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন।
৮. এডিস মশা সক্রিয় হয়ে ওঠে ভোরের আলো ফোটার সময় এবং দিনের শেষাংশে। এই দুই সময় তাই অবশ্যই জানালা-দরজা বন্ধ রাখতে হবে।