নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় রোগটিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার মঙ্গলবার বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৩৮৬ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুইজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ৮২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯৫ জন, ঢাকা উত্তরে ১২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে একদিনে ৫৭৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে মোট ছাড়পত্রপ্রাপ্তের সংখ্যা ৯৩ হাজার ১৯৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় রোগীর সংখ্যা কিছুটা কমেছে, তবে এখনো ঝুঁকি পুরোপুরি কাটেনি।”
গত দুই বছরের পরিসংখ্যানও পরিস্থিতির গুরুত্ব বোঝায়। ২০২৪ সালে সারাদেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের, যা দেশে ডেঙ্গুজনিত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি পরিবর্তনের পাশাপাশি মশার ঘনত্ব নিয়ন্ত্রণে স্থায়ী উদ্যোগ না থাকলে রোগের বিস্তার থামানো কঠিন। জনস্বাস্থ্যবিদরা নাগরিকদের সতর্ক করে বলেছেন, “জমে থাকা পানি সরানো এবং দ্রুত চিকিৎসা নেওয়াই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়।”



































































