শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় ডুমুরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্বাধীনতা চত্বরে ১৪টি ইউনিয়নের ১০ জন করে ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধৈঞ্চা বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের কর্মসূচীর আওতায় ধৈঞ্চা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম, করুণা মন্ডল, প্রকাশ রায়, মোঃ রবিউল ইসলাম, সায়রা বেগম, নূরুন নাহার প্রমুখ।
জানা যায়, প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে ১৪০ জন কৃষককে ৫ কেজি ধৈঞ্চা
বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।