ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : গতকাল বুধবার বিকাল ৪টায় খুলনার ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মঞ্চ তারুণ্যের জ্ঞানযুদ্ধের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, আরশনগর শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখতার হুসাইন, ডুমুরিয়া উপজেলা মজিদিয়া আলিয়া মাদ্রাসা ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, ডুমুরিয়া একাডেমির সুপার ভাইজার টিকেন্দ্র নাথ সানা, ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ইউনুস আলী, ডুমুরিয়া এন সি এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন, হাজি ডাঙা খলশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, ডুমুরিয়া উপজেলার নিরাপদ সড়ক চাই সভাপতি খান মহিদুল ইসলাম, আসিফ হাসান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সৌমিত্র বিশ্বাস।
উল্লেখ্য, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো খুবই জরুরি।