স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার তিন বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে যায়। ৫৭ মিনিটে বক্সের ভেতর আল হিলালের ম্যালকমকে ফাউল করেন মোহামেদ সিমাকান। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সালেম আল দাওসারি। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আল নাসরের গোলরক্ষক নাওয়াফ আল আকিন্ডির লাল কার্ড।
রুবেন নেভেসের সাথে একটি সংঘর্ষের পর ভিএআর পর্যালোচনায় দেখা যায়, গোলরক্ষক অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হওয়া আল নাসরের ওপর চেপে বসে আল হিলাল। ম্যাচের ৮১ মিনিটে মোহামেদ কান্নো গোল করে আল হিলালকে এগিয়ে দেন। আর অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে আল নাসরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রুবেন নেভেস।
পুরো ম্যাচে রুবেন নেভেসের পারফরম্যান্স ছিল অনবদ্য; তিনি দলের জয়ে বড় ভূমিকা পালনের পাশাপাশি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন।
গত ২৭ ডিসেম্বরের পর আর কোনো জয়ের মুখ দেখেনি আল নাসর। টানা তিন ম্যাচে হার তাদের শিরোপার স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে গোলরক্ষকের অবিবেচনাপ্রসূত লাল কার্ড এবং রক্ষণের ভুলে রোনালদোর গোলটিও শেষ পর্যন্ত বৃথা গেল।



































































