টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন বিশেষ সাধারণ সভা গতকাল ২০ ডিসেম্বর (সোমবার) শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ওই বিশেষ সাধারণ সভায় টাঙ্গাইল কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠাতা কল্যাণ তহবিল নামে একটি সহযোগী সংগঠন আত্মপ্রকাশ করেছে। টাঙ্গাইলে কিন্ডারগার্ডেন সমূহের প্রতিষ্ঠাতাদের সু-সংগঠিত করতে এবং যে কোন দূর্যোগ, দূর্ঘটনা মোকাবেলা প্রতিষ্ঠাতাদের ভবিষ্যত অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাসহ যে কোন কল্যাণকর কর্মসূচি গ্রহনের প্রত্যয়ে টাঙ্গাইল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা কল্যাণ তহবিলের আত্মপ্রকাশ। ওই সভায় ৫ সদস্যের সমন্বয়ে একটি কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসন্মতিক্রমে গৃহীত ওই কমিটির সদস্যরা হচ্ছেন –
অধ্যাপক মো. খাইরুল বাশার, (সভাপতি )
অধ্যাপক হাসান হাফিজুর রহমান, (সাধারণ সম্পাদক )
মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক)
এস. এম. এহসানুল হক সুমন, (সদস্য )
আরিফ খান স্বাধীন, (সদস্য)
বেলা ১১টায় সভা শুরু হয়ে ২টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতি শাজাহান সিরাজ, কলেজের অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন মোল্ল্যা, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস. এম. এহসানুল হক সুমন, আবীর আহমেদ, আব্দুল মান্নান, আসাদ চাকলাদার ও সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসী প্রমূখ। সভা সঞ্চালন করেন অধ্যাপক মো. খাইরুল বাশার। সভাপতিত্ব করেন অধ্যাপক হাসান হাফিজুর রহমান।



































































