মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মটুকপুর মোল্লা বাড়ি সমাজকল্যাণ সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরতাজ বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ সেলিম শেখ। মোহাম্মদ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতার হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, মটুকপুর মোল্লাবাড়ি সমাজকল্যাণ সংঘের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা।
সমাজকল্যাণ সংঘর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। সমাজে দরিদ্রদের অর্থসহ সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করা। দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কৃত করা। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করা। বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচিতে সবাইকে উৎসাহিত করা। জ্ঞানপিপাসু ছাত্র-ছাত্রীদের জন্য গল্পের বই, উপন্যাস, ম্যাগাজিনের ব্যবস্থা করা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মটুকপুর মোল্লাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম জুবায়ের নাসির। এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জসিম শেখ, মোঃ মাহবুব মল্লিক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সরকারি বিক্রমপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের তানভীর মল্লিক, ইউপি সদস্য আবু সাঈদ কবিরাজ, ইউপি সদস্য মাকসুদুর রহমান শরীফ, হাজী সামাদ মোল্লা, শাহ আলম মোল্লা, গিয়াস বেপারী, মিজান মোল্লা, লিমন মোল্লা, আরিফ মোল্লা, শাহীন মোল্লা, বিল্লাল মোল্লা, আমজাদ মোল্লাসহ সমাজকল্যাণ সংঘের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



































































