টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্য মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ মেরিন এ অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি টঙ্গীবাড়ীতে বিভিন্ন দাবী নিয়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। দাবীগুলো হলো- ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্রদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ মেরিন একাডেমীগুলোতে ছয় মাসের প্রী-সি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে ও ট্রেনিং শেষে সিডিসি প্রধান করে বৈদেশিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ দিতে হবে। সরকারি মেশিন এবং ইঞ্জিন সম্পর্কিত সকল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের বিধান চালু করতে হবে। এছাড়া বিএমইটি অধীনস্থ সরকারি মেরিন ইনস্টিটিউটগুলোতে মেরিন ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্রদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দিতে হবে এবং বিএমইটি অধীনস্থ সরকারি টিটিসিগুলোতে সরাসরি ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়ার দাবী জানান শিক্ষার্থীরা। দাবীকৃত বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র আন্দোলনের প্রতিনিধি পারভেজ মোশারফসহ অন্যান্য শিক্ষার্থীগণ। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান, শিক্ষার্থী মোঃ সিদ্দিক, সোহেল রানা, জাহিদুল ইসলাম শামীম, আল জুবায়ের মাহামুদ শাহ প্রমুখ।