টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
“তোমার আমার বাংলাদশে ভোট দিব মিলেমিশে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, একাডেমী সুপার মোঃ হান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান প্রমুখ।



































































