নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমের বিভিন্ন ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ হলরুমে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নুল আবেদিন তালুকদার।



































































