ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হতে দেশীয় তৈরী অস্ত্র ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। দিবাগত রাত দেড়টার দিকে মহিষগাড়ি এলাকা থেকে মোক্তার মল্লিক (৪৫) নামে ঐ সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত আসামী ঝিনাইদহের শৈলকুপার মাইলমারি গ্রামের অছেল মল্লিকের ছেলে মোক্তার মল্লিক (৪৫)। গতকাল সকালে র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোক্তার মল্লিককে আটক করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে।



































































