জয়পুরহাট প্রতিনিধি
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা জয়পুরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানেজার এস এম মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্মণ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ্) মুহাম্মদ কায়েম উদ্দিন। এসময় বাল্যবিবাহ নিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করে তার আপডেট তথ্য মাসিক সভায় উপস্থাপন করতে হবে। যাদের বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে জীবনমান উন্নয়নে সহযোগিতা করতে হবে।



































































