নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রবিবার গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তার জুলাই যোদ্ধাদের বিষয়ে করা মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রকৃত জুলাই যোদ্ধারা গত শুক্রবার জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না। সালাহউদ্দিন জানান, “আমার বক্তব্যকে অপব্যাখ্যা করে বলা হয়েছে, আমি নাকি জুলাই যোদ্ধাদের বিশৃঙ্খলার জন্য দায়ী করেছি। এটি সম্পূর্ণ ভুল। আমি শুধু চাইছিলাম, জুলাই যোদ্ধাদের সম্মানিত রাখা হোক এবং কেউ তাদের অভিযুক্ত না করে।”
তিনি বলেন, এ ধরনের অপব্যাখ্যা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ক্ষতি করতে পারে।
গত শুক্রবার জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সালাহউদ্দিন জানান, সেখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল এবং ফ্যাসিস্ট পরিচয়ের ব্যক্তিরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কেউ সেখানে ছিলেন না।
তিনি বলেন, “আমি স্পষ্ট করে জানিয়েছি, প্রকৃত জুলাই যোদ্ধারা সেখানে ছিলেন না, থাকতে পারেনও না।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, “এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছেন। এটি পরিষ্কার করার প্রয়োজন ছিল।”
সালাহউদ্দিনের ব্যাখ্যা অনুযায়ী, বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো প্রচেষ্টা সফল হবে না। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন, যা ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক সংগ্রামের ফলাফল। শাপলা চত্বরের নৃশংস হত্যাকান্ডসহ আন্দোলনের অন্যান্য ঘটনা ইতিহাসে বিরল।
তিনি সাংবাদিকদের জানান, শনিবার সকালে জুলাই যোদ্ধাদের একটি সংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে যোগাযোগ করে। তাদের পরামর্শ অনুযায়ী জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় কিছু সংশোধন আনা হয়। সালাহউদ্দিন বলেন, “আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল জুলাই যোদ্ধাদের ভাবমূর্তি রক্ষা করা, কলঙ্কিত করা নয়। প্রকৃত যোদ্ধারা বিশৃঙ্খলা নয়, গণতন্ত্র রক্ষার প্রতীক।”
তিনি সতর্ক করেছেন, রাজনৈতিক পরিপক্বতার অভাবে কেউ মন্তব্য করলে তা দায়িত্বজ্ঞানহীন হতে পারে।
“বর্তমানে অপতত্ত্ব ও অপব্যাখ্যা ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। আমি যে কথা বলেছি, তাতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না,” বলেন তিনি।