জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা কৃষি নির্ভর এলাকা। এ অঞ্চলের মানুষদের আয়ের উৎস হচ্ছে কৃষি। এই কৃষিকে ঘিরেই চলছে দেশের অর্থনীতি। জেলার ৭টি উপজেলায় সয়াবিন চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এতে কৃষকদের আগ্রহ ব্যাপক। কৃষি বিভাগ এগিয়ে আসলেই তা বাস্তবায়ন করা সম্ভব।
জানা যায়, সদর উপজেলার চরাঞ্চলগুলোতে সয়াবিন চাষের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর ও কাজিয়ারচর ঘুরে দেখা ও জানা গেছে, এসব চরের জমিগুলো সয়াবিন চাষের উপযোগী।
কথা হয় কৃষক সাদেক (৪২) এর সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, সয়াবিন চাষে কৃষি বিভাগের আগ্রহ থাকতে হবে। কৃষকদেরকে বীজ ও সার দিয়ে সহায়তা করতে হবে।
জেলা কৃষি বিভাগের সাথে আলাপকালে তারা বলেন, উন্নতজাতের বিইউ-১, বিইউ-২, বারি-৫, বারি-৬, বিনা-৫, বিনা-৬, কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে। মাঠপর্যায়ে কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। আশা করা যাচ্ছে, আগামী মৌসুমে সয়াবিন চাষ বৃদ্ধি পাবে।
এছাড়া মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাধীন মহাদান, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, সাতপোয়া, আওনা এলাকায় সয়াবিন চাষে কৃষকদের আগ্রহ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, দেশে তৈলের ঘাটতি মেটানোর জন্য কৃষক পর্যায়ে সয়াবিন চাষের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। অধিকাংশ কৃষক সয়াবিন চাষে মনোযোগ দিয়েছে। ফলে সয়াবিন চাষ গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়বে।



































































