সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা জাপান বাংলা পিস ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওভারসীজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন সিলেট (ওকাস) এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাপান বাংলা পিস ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সিলেটের আর্তমানবতার সেবায় দূত হয়ে আগামীতে জাপান বাংলা পিস ফাউন্ডেশনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক মোঃ এনামুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আতাউর রহমান, এডভোকেট রোকনুজ্জামান চৌধুরী, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুর রহিম, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ জসীমউদ্দীন, মইনুদ্দিন চৌধুরী, ইমাদ উদ্দিন আহমেদ, আব্দুল হাই প্রমুখ।



































































