আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।
জেএমএ’র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
প্রথম ভূমিকম্পের পর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে চুগোকু ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।
বিদ্যুৎ কোম্পানির একজন মুখপাত্র জানান, শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, এই ইউনিটটি ২০১১ সালের মার্চে ফুকুশিমার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের পর বন্ধ ছিল এবং ২০২৪ সালের ডিসেম্বর থেকে পুনরায় চালু করা হয়েছে। তবে ভূমিকম্পের কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি এবং সরকারের তরফ থেকে কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি।



































































