চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে খাষকাউলিয়া ইউপিতে সাবেক চেয়ারম্যান শহিদুর রহমানে বাড়িতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল বাতেন, খাষকাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহীদ, হাজী আবুল হোসেন, আলহাজ্ব মোঃ ছাত্তার মাস্টার। এছাড়া আরও উপস্থিত ছিলেন খাষকাউলিয়া ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ বাস্তবায়ন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।



































































