মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে ১৯৪২ইং সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী খাষকাউলিয়া কে আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় আড়াই’শ ছাত্র-ছাত্রীর পাঠদান কার্যক্রম চলছে মাত্র ২ জন শিক্ষক দিয়ে। শিক্ষার মানোন্নয়নে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল সঙ্কট নিরসনে সরকারের কোন জোরালো ভূমিকা না থাকায় ২ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা ব্যাহত হচ্ছে। বর্তমান সময়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ জন শিক্ষক থাকায় শিক্ষকের অপেক্ষায় ক্লাসে বসে থাকতে হয় শিক্ষার্থীদের। ফলে শিক্ষক-কর্মচারী সংকটে পাড়াশোনা নিয়ে বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠদান সংকটে ঝরে পড়ছে শিক্ষার্থীরা।
গ্রামীণ জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে তৎকালীন সময়ে এলাকার গুণীজনদের নেতৃত্বে মরহুম আঃ সামাদ মাস্টারের প্রচেষ্টায় ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয়করণের আদেশপ্রাপ্ত হয়। এক সময়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ সরকারি উচ্চ বিদ্যালয়। জনবল নিয়োগে সরকারের পক্ষ থেকে জোরালো কোন ভূমিকা না থাকায় এ শিক্ষাঙ্গনে নেমে এসেছে অন্ধকার।
চৌহালীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান অব্যাহত রাখতে দ্রুত শিক্ষক ও জনবল নিয়োগ দিয়ে সরকারি বিদ্যালয় (প্রতিষ্ঠান) বাঁচান- এমনটাই দাবি করেন শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সচেতন মহল ও গুণীজনরা।
সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকসহ ৫ জন জনবল দিয়ে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। সরকারি নিতিমালা অনুযায়ী, সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ প্রায় ৩৬ জন শিক্ষক-কর্মচারী থাকার কথা। অথচ পাঠদানের জন্য মাত্র ২ জন শিক্ষক রয়েছেন।
১৯৮৫ সালে চৌহালীতে এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন করে তা চলে ১৯৯৯ সাল পর্যন্ত। জনবল সংকটে কেন্দ্র ধরে রাখা সম্ভব হয়নি। অপরুপ সৌন্দর্যমন্ডিত এ বিদ্যালয়ের ৫ একর জমিতে একটি পুকুর, ৪ তলা বিশিষ্ট ভবন, ৩টি ১ তলা ভবন, ২টি টিনশেড ঘর, ১টি মসজিদ, অর্ধেক বাউন্ডারি ওয়াল ও খেলার মাঠ রয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাঃ আবুল খায়ের বলেন, বিদ্যালয় পরিদর্শন করেও কেউই মনে রাখে না, উপজেলার সাজানো গোছানো পরিপাটি ও মনোনয়ন পরিবেশ অথচ জনবল সংকটে পাঠদানে হোচট খেতে হচ্ছে। শিক্ষক চেয়ে আবেদন করে আসছি। ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে দ্রুত শিক্ষক নিয়োগে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:) আঃ সালাম বলেন, আমি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে অবাক চিত্রে দেখি, শিক্ষকের অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসে বসে আছে। ওদের পাঠদানে আগ্রহ ও মেধা ধরে রাখতে দরকার শিক্ষক। ছাত্রীদের ক্লাস নেয়ার শিক্ষক নেই। জনবল সংকটের বিষয়টি জেলা মিটিংয়ে তুলে ধরা হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে একমত হয়ে সরকার ও শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। তবে আমি আশাবাদী, অচিরেই শিক্ষক সংকট কেটে যাবে, ইনশাআল্লাহ।



































































