লাইফস্টাইল ডেস্ক
চোখে ছানি পড়ার সমস্যা খুবই কমন। যদিও এটা বয়স্ক মানুষের মধ্যেই বেশি দেখা যায়। তবে আজকাল নানা কারণে অল্প বয়সেই চোখে ছানি পড়ছে অনেকের। বিশেষজ্ঞরা বলেন, অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে এমনটা হচ্ছে। এর সঙ্গে রয়েছে আরও কিছু কারণ-
অতিরিক্ত ধূমপানে দৃষ্টিশক্তি যেমন কমিয়ে দিতে পারে, তেমনই অল্পবয়সে চোখে ছানিও পড়তে পারে।
সূর্যের অতিবেগুনি রশ্মি চোখে ছানি পড়ার অন্যতম কারণ। এই সমস্যা এড়াতে রোদে গেলে সানগ্লাস ব্যবহার করুন।
উচ্চ রক্তচাপ থাকলে চোখে ছানি পড়তে পারে।
অতিরিক্ত ওজনও দায়ী চোখে ছানির।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে নানা সমস্যার সঙ্গে চোখে ছানি পড়তে পারে।
অতিরিক্ত মাইনাস পাওয়ার থাকলেও চোখে ছানি পড়তে পারে।
কোনো ধরনের আঘাত থেকেও চোখে ছানি পড়তে পারে অল্প বয়সেই।
চোখে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।



































































