চাঁপাইনববাগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনববাগঞ্জ জেলার সদর উপজেলার পৌর এলাকার হুজরাপুর-কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা। বুধবার রাত সাড়ে ৮টায় হুজরাপুর-কাজিপাড়া মসজিদের উত্তর পাশে মহানন্দা নদীর পাড় থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব জানতে পারে মাদকের একটি বড় চালান নদী পথে চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢুকবে। এমন সংবাদ পাবার পর র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল হুজরাপুর-কাজিপাড়া নদীর ধার এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হেরোইনগুলো ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের আভিযানিক দল ক্যাম্পে নিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইন জেলার সদর থানায় জিডি মূল্যে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।



































































