বিনোদন প্রতিবেদক
শুরু হচ্ছে রমজান মাস। রোজার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে সমিতির স্টাডিরুমে এই ইফতার আয়োজন হবে। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি জানান, ‘শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির ফান্ড থেকে নয়, সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে এ ইফতার আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।’ সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাইমন।
সাইমন সাদিক জানান, এবারে শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। সকল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার ও সওয়াব ভাগাভাগি করে নিতে চায় শিল্পীদের সমিতি। এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো হবে বলেও জানান সাইমন। অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্যও।



































































