আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে নতুন করে হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীতে মঙ্গলবার অন্তত ৯১ জন নিহত হওয়ার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ হামলাকে “ভয়াবহ” আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন।
চোখের সামনে ভেঙে পড়া ভবন, জ্বলতে থাকা অগ্নিকুন্ড আর আকাশভরা ধোঁয়ার মধ্যেই মানুষজন ভ্যান, গাধার গাড়ি বা পায়ে হেঁটে দক্ষিণমুখী পথে পলায়ন করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “গাজা জ্বলছে।”
মঙ্গলবারের বোমাবর্ষণে উপকূলীয় সড়কে পালিয়ে যাওয়া মানুষ বহনকারী একটি গাড়িও সরাসরি লক্ষ্যবস্তু হয়। অন্তত ১৭টি আবাসিক ভবন ধসে পড়ে, যার মধ্যে পূর্ব তুফাহ এলাকায় আয়বাকি মসজিদও ছিল। পাশাপাশি ইসরায়েলি বাহিনী বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করে শহরের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মানবাধিকার সংস্থা ইউরো-মেড মনিটর জানিয়েছে, এই ধরনের অন্তত ১৫টি রোবট মোতায়েন করা হয়েছে, যা প্রতিটি প্রায় ২০টি বাড়ি ধ্বংস করতে সক্ষম।
দুই বছরের যুদ্ধের মধ্যে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরেছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে আবারও বিপুলসংখ্যক মানুষ পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ শহর ছেড়েছেন।
অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, একই সংখ্যা মানুষ শহরের ভেতরে স্থানান্তরিত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৯০ হাজার বাসিন্দা একেবারেই গাজা ছেড়ে গেছেন। কিন্তু দক্ষিণে আশ্রয় নেওয়া মানুষের জন্যও পরিস্থিতি ভয়াবহ। রাফাহ ও খান ইউনুস থেকে বিতাড়িতদের ভিড়ে ইতিমধ্যে গাদাগাদি হয়ে থাকা আল-মাওয়াসি শিবিরও ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এমনকি সেখানকার অমানবিক পরিস্থিতি দেখে অনেকে আবারও গাজা সিটিতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার শহরে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে প্রবেশের ভিডিও প্রকাশ করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন বলেছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে কয়েক মাস সময় লাগবে।
তার ভাষায়, “যতদিন লাগুক না কেন, আমরা গাজায় অভিযান চালাবো।”
দিনভর সহিংসতায় সেদিন গোটা গাজাজুড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত ১০৬ জনে।
মঙ্গলবার জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা করেছে যে, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ গণহত্যা হিসেবে চিহ্নিত হওয়ার মতো পর্যায়ে পৌঁছেছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নেতাদের প্রকাশ্য বক্তব্য থেকেই প্রমাণ মেলে যে ফিলিস্তিনিদের জনগোষ্ঠী হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যই এ যুদ্ধে নিহিত।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেছে, গাজায় এখনকার পরিস্থিতি মানবিক বিপর্যয় তৈরি করেছে, যা আর কোনো বিলম্ব সহ্য করতে পারে না।
আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, এই যুদ্ধ নৈতিক, রাজনৈতিক ও আইনগতভাবে একেবারেই অগ্রহণযোগ্য। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে “ধ্বংসাত্মক অভিযান বন্ধ” করে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছে। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস বলেছেন, যারা গণহত্যা করছে এবং যারা তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে, উভয়ের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে হবে, এমনকি জাতিসংঘ থেকে বহিষ্কার পর্যন্ত বিবেচনা করা উচিত।