আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পানিসীমায় গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ড্রোন হামলার ঘটনার পর এ বহরকে সুরক্ষা দিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেন, আন্তর্জাতিক আইন মানা আবশ্যক। ৪৫টি দেশের নাগরিক যারা এ মানবিক মিশনে অংশ নিয়েছেন, তাদের নিরাপদে ভূমধ্যসাগরে চলাচলের অধিকার রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার স্পেনের কার্তাহেনা থেকে একটি নৌযান পাঠানো হবে, যাতে প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করা যায়। এর আগে বুধবার রাতে ফ্লোটিলার অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান বহরের ওপর হামলা চালিয়েছে। তাদের ভাষ্যে, ড্রোন থেকে বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং রেডিও সিগন্যাল নষ্ট করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত করা হয়েছে।
পরিস্থিতি প্রকাশ্যে আসতেই ইতালি জানিয়েছে, তারাও একটি ফ্রিগেট পাঠাচ্ছে ফ্লোটিলার সহায়তায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ হামলার নিন্দা জানিয়েছেন। এ বহরে ইতালির দুই বিরোধী দলের সংসদ সদস্যও রয়েছেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, নৌবহরে ইতালির নাগরিক, এমইপি এবং মানবাধিকারকর্মী রয়েছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে তেলআবিবে ইতালির দূতাবাসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা ব্যর্থ হবে। তারা জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থিত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন বিষয়টি আলোচ্যসূচিতে আনা হয়।
ফ্লোটিলায় যোগ দেওয়া সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ রয়টার্সকে বলেন, “প্রতিদিন রাতে ড্রোন আমাদের পিছু নেয়। কিন্তু এই মিশন আমাদের জন্য নয়, এটি গাজার জন্য। যে ঝুঁকি আমরা নিচ্ছি, তা গাজার মানুষের প্রতিদিনকার ঝুঁকির তুলনায় কিছুই নয়।”