নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের সার্বভৌমত্বই সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে রিজভী বলেন, দেশে এখনো গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি। আর সেটা করার মাধ্যম হলো নির্বাচন।
প্রশাসন নিয়ে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তার কথার মাধ্যমে আরেকটি শেখ হাসিনা, আরেকটি ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা পুলিশ র্যাবকে ছাত্রলীগ যুবলীগ বানিয়েছিলেন। জামায়াত নেতার বক্তব্যে এমনই একটি ভয়াবহ ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে সকালে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে রাজধানীর জলাধার দখল ও ভূমিদস্যুতার প্রসঙ্গ তোলেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ভূমিদস্যুরা ঢাকা শহরের খাল-বিল ও নদী ধ্বংস করেছে। অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে, তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে। কিন্তু সেদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো নজর নেই।
তিনি আরও অভিযোগ করেন, যারা খাল ও নদী ধ্বংস করে, সে ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয়। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে।



































































