এনামুল ইসলাম, সিলেট প্রতিনিধি : শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক খালেদ আহমদ।
তিনি দৈনিক সিলেটের ডাকের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক আমার দেশ এর সাবেক সিলেট ব্যুরো চিফ, দৈনিক সিলেট সংলাপ এর বার্তা সম্পাদক ছিলেন। তিনি বিএফইউজের অঙ্গ ইউনিয়ন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দুটি সহ-সভাপতি পদের মধ্যে তিনি ৫৭ ভোট পেয়ে ১ম সহ-সভাপতি (সিনিয়র) নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাপ্পা ঘোষ চৌধুরী।
১৯৯৬ সাল থেকে সিলেট প্রেসক্লাবের সদস্য খালেদ আহমদ এর আগে ক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দু’বছর ও কোষাধ্যক্ষ হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের সাথে জড়িত। বর্তমানে তিনি আমার কাগজের সিলেট ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক খালেদ আহমদ সুনামগঞ্জের (সাবেক দক্ষিণ সুনামগঞ্জ) শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুন নূর সাহেবের কনিষ্ঠ পুত্র।



































































