কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুরে ১টি দশ ফুট লম্বা অজগর ও ৩টি ৮ ফুটের পদ্ম গোখরা সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। গতকাল রবিবার দুপুর ২টায় কুয়াকাটার লেবুরবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, গতকাল রবিবার সকালে এসব সাপ মহিপুরের পাইকবাড়ি নামক স্থান থেকে সাপুড়েদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে সাপ ধরবে না মর্মে মুচলেকা দিলে ওই সাপুড়েদের ছেড়ে দেয়া হয়।



































































