মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি: দেশের সব থেকে উত্তরের জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় সকাল ১০টা পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হয়।
বৃহস্পতিবার সকাল ৬টায় কুড়িগ্রাম জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত সড়কে হেড লাইট জ্বালিয়ে চলেছে যানবাহন। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা। সকালে রাস্তাঘাটে মানুষ চলাচল কমে এসেছে। স্কুলগামী শিশু, বাচ্চা, বয়স্ক নারী ও শ্রমজীবী মানুষেরা পড়ছে নানামুখী সমস্যায়। সদর উপজেলার চর এলাকার মানুষজন শীতবস্ত্রের অভাবে কাঁপছে। যে সকল মানুষ দৈনিক আয়ের উপর নির্ভরশীল যেমন- রিক্সা চালক, জেলে ও ছিন্নমূল মানুষ বিপাকে পড়েছে।
এদিকে শীতের প্রভাবে হাসপাতালে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। জেলায় শীতের প্রকোপ বাড়লেও মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণের কোন উদ্যোগ এখনো চোখে পড়েনি।



































































