কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক মোঃ আব্দুস সালাম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার সময় কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজশাহী জেলার বাগমারা উপজেলার খাঁপুর গ্রামের মৃত ছলিমুদ্দিন মন্ডলের ছেলে।
র্যাব জানায়, রাজশাহী জেলার বাগমারা থানায় চলতি বছরের গত ১ ডিসেম্বর ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণ করার চেষ্টা অপরাধে মোঃ আব্দুস সালামের নামে একটি মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার সদর উপজেলার কুমারগাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুস সালাম গ্রেপ্তার হয়। পরে তাকে রাজশাহী জেলার বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।



































































